বিশেষ প্রতিনিধি ॥ গুপ্তধন খুঁজে পাওয়া মানে হঠাৎ অনেক ধনসম্পদের মালিক বনে যাওয়া। তাই অসংখ্য মানুষ গুপ্তধনের সন্ধানে ছুটে বেড়ায় দিগিদিক। এমনি এক ঘটনা ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা গ্রাম। এক বাড়ির উঠানে বিশাল গর্ত খুঁড়ে গুপ্তধন খোঁজার খবর শোনা গেছে। বিষয়টি চারদিক ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে গুপ্তধনের উদ্দেশ্যে খোঁড়া গর্ত দেখতে উৎসুক জনতার পাশাপাশি পুলিশ ও জনপ্রতিনিধিরাও সেখানে ভিড় করছেন। সম্প্রতি উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে ইউনুস সরদারের (৫৫) বাড়িতে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসীর ধারণা, গর্ত খুঁড়ে গুপ্তধন পেয়ে ইউনুস সরদার ও তার সহযোগিরা আত্মগোপন করেছেন। জানা যায়, ইউনুস সরদার তার কয়েকজন সহযোগী নিয়ে গত শনিবার (৫ জুন) থেকে নিজ বাড়ির উঠানে গুপ্তধনের খোঁজে গর্ত খোঁড়া শুরু করেন। গত সোমবার রাতে গর্ত খোড়ার কাজ শেষ করেন তারা। এরই মধ্যে গুপ্তধন পাওয়ার খবর এলাকায় জানাজানি হলে রহস্যজনক গর্তটি ভরাট করে সহযোগিদের নিয়ে ইউনুস সরদার আত্মগোপন করেন। এ ব্যাপারে বক্তব্য জানতে ইউনুস সরদারের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শনকারী গৌরনদী মডেল থানার এসআই খাইরুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর ওই এলাকা পুলিশ পরিদর্শন করেছে। বাড়ির মালিক ইউনুস সরদার পলাতক থাকায় বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
Leave a Reply