উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরে ১২ দিন পরে অপহৃতা এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জল্লা ইউনিয়নের কুড়লিয়া ১নং ওয়ার্ডের নিরোদ জয়ধরের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয় । এসময় স্কুল ছাত্রীকে অপহরনের অভিযোগে জীবন জয়ধর নামে এক যুবককে আটক করা হয়েছে । আটককৃত জীবন জয়ধর জল্লা ইউনিয়নের কুড়লিয়া ১নং ওয়ার্ডের নিরোদ জয়ধরের ছেলে। অভিযান পরিচালনাকারি এ.এস.আই কমল এ তথ্য নিশ্চিত করেছেন । ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, জল্লা ইউনিয়নের কুড়লিয়া ১নং ওয়ার্ডের বাসিন্ধা বিবেক সরকারের মেয়ে এস,এস.সি পরীক্ষার্থী ২৪ আগষ্ট বিকেল ৪টার দিকে বাসা থেকে বের হয়ে নিজ মোবাইল ফোন সার্ভিসিং করার উদ্দেশ্যে স্থানীয় কারফা বাজারে যায়। পরে সন্ধ্যা হয়ে গেলেও সে বাসায় ফেরেনি। এ ঘটনায় বিবেক সরকার উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ছাত্রীর পিতা বিবেক সরকার জানান, আমার নাবালিকা মেয়েকে ফুঁসলিয়ে প্রভাবশালী জীবন জয়ধর নিয়ে লাপাত্তা হয়ে যায়। পরবর্তিতে মেয়ের ফোন পেয়ে জীবন জয়ধরের বাড়িতে বিষয়টি জানাতে গেলে নিরোদ জয়ধর তার পরিবার আমাকে (বিবেক সরকারকে ) বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। এমনকি আমার বাড়িতে এসে জীবন জয়ধরের মামাত ভাই শুভ বাড়ৈ, পিংকল বাড়ৈ, বাপ্পী বাড়ৈ, মামা আশুদেব বাড়ৈ, বাসুদেব বাড়ৈ, আমাকে ও আমার স্ত্রী সবিতা সরকারকে মারধর করে ও বিষয়টি নিয়ে মামলা করলে এলাকা ছাড়া করার হুমকি দেয়। অভিযুক্তর বাবা নিরোদ জয়ধর জানান, স্থানীয় ভাবে বিষয়টি মিমাংশা করা হবে। বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। তাতে কোন ফল হবে না। এ ব্যাপারে মডেল থানার এ.এস.আই কমল জানান, ছাত্রী ও অভিযুক্তকে রবিবার দুপুরে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্র¯‘তি চলছে ।
Leave a Reply