বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই স্লোগানকে সামনে রেখে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে মত বিনিময় সভায় মৎস্য সপ্তাহর ওপরে বিভিন্ন দিক তুলে ধরা হয়। উপজেলা মৎস্য অফিস কার্যালয়ে দুপুর ১২ টায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মেরিন কর্মকর্তা প্রতুল যোয়াদ্দার, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, নির্বাহী সদস্য গোলাম মাহমুদ রিপন, সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ শাওন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ।
এ সময় মৎস্য কর্মকর্তা জানান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিমের প্রচেষ্টায় গোপালগঞ্জের ন্যায় বরিশালের বিভিন্ন জেলা ও উপজেলাকে দেশীয় শামুক, মুক্তা ও ঝিনুক চাষের প্রকল্পের আওতায় আনায় হয়েছে। এদিকে মতবিনিময় সভার ব্যানারে প্রামান্য চিত্র প্রদর্শনী কথা উল্লেখ থাকলেও তা করা হয়নি, তবে করা হবে কিনা এমন প্রশ্নে মৎস্য কর্মকর্তা জানান, দেখি।
Leave a Reply