মুলাদী প্রতিনিধি ॥ মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালাম সিকদার নামের এক জেলের মৃত্যু হয়েছে। সালাম সিকদার মুলাদী পৌর এলাকার ৩নং ওয়ার্ডের পশ্চিম তেরচর এলাকার মৃত খালেক সিকদারের পুত্র। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ছৈলা নদীর তীরে বিআইডব্লিউটিএর লঞ্চ টার্মিনাল সংলগ্ন রাস্থার উপরে দাড়িয়ে মোবাইল ফোনে কথা বলার এক পর্যায়ে রাস্তার পাশে থাকা বাশঁ গাছে হাত দিলে আঃ সালাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢলে পরেন। স্থানীয় লোকজন জেলে আঃ সালাম সিকদারকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অভিযোগ উঠেছে, বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি-১ মুলাদী জোনাল অফিসের সংস্লিষ্ঠদের অবহেলায় দীর্ঘদিন থেকে বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক তারের সাথে বাশঁ কিংবা বিভিন্ন গাছ লেগে থাকলেও তারা সঠিক সময়ে তা সংস্কারের পদক্ষেন না নেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবী করেছে স্থানীয়রা। এব্যাপারে মুলাদী পল্লীবিদ্যুতের ডিজিএম আনন্দ কুমারের কাছে ঘটনার সত্যতার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বৈদ্যুতিক তারের সাথে বাশঁ লেগে ছিলনা, তবে নিন্মচাপের প্রভাবে বায়ুচাপে তা লেগে যেতে পারে।
Leave a Reply