উজিরপুর প্রতিনিধি ॥ উজিরপুর মহিলা কলেজের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রনতি বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন,সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা প্রকৌশলী মইদুল ইসলাম প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, গর্ভনিংবডির সদস্য হাজ্বী গোলাম মোস্তফা, সাবেক সদস্য মুজিবুর রহমান, উজিরপুর বাজার কমিটির সভাপতি শামসুল হক সিকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মিত্র এন্ড কোং এর প্রপাইটর বরুন মিত্র, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শিপন মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ। জাইকা প্রকল্পের ২৮ লক্ষ টাকা বরাদ্ধকৃত উজিরপুর মহিলা কলেজের দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। এর পূর্বক্ষনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু বলেন, এ সরকারের আমলে কেউ অশিক্ষিত থাকবে না। সরকারের এ উদ্যোগকে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের পাঠদানের সুব্যবস্থা করার উদ্দেশ্যে ইতিমধ্যে উজিরপুর পৌরসভার একমাত্র মহিলা কলেজের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর অঙ্গীকার শিক্ষিত সমাজ গড়তে হবে। নিরক্ষরতার অভিশাপ থেকে দেশের মানুষকে মুক্ত করা হবে। তাই ভবিষ্যতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাকা ভবন হবে। তিনি আরো বলেন, আমাদের উজিরপুরে শিক্ষার মান অনেক উপজেলা থেকে উর্ধ্বে রয়েছে। এ ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বসময় উন্নয়নমূলক কাজ করা হবে।’’
Leave a Reply