নিজস্ব প্রতিবেদক ॥ শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ, দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে সরকারি ব্রজমোহন কলেজের ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের বরেণ্য শিক্ষক অধ্যাপক শাহাদাৎ হোসেনের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বরিশাল নগরীর রায় রোড¯’ খেয়ালী গ্রুপ থিয়েটারের কর্মবীর আব্দুল খালেক পাঠাগার ও মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক শাহাদাৎ হোসেনের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপরে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এছাড়াও সরকারি ব্রজমোহন কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অধ্যাপক শাহাদাৎ হোসেনকে নিয়ে স্মৃতিচারণ করেন। প্রদর্শিত হয় বরেণ্য এই শিক্ষকের জীবন নির্ভর প্রামান্যচিত্র। শিক্ষার্থীরা হাতে আঁকা একটি প্রতিকৃতি তাঁর পরিবারের স্বজনদের কাছে তুলে দেন। সবশেষে অধ্যাপক শাহাদাৎ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। স্মরণানুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. এএস কাইয়ুম উদ্দিন আহমেদ, চাখার সরকারি ফজলুল হক কলেজের উপাধ্যক্ষ এ এস এম হাবিবুল ইসলাম, সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ার, ইংরেজী বিভাগের সাবেক শিক্ষক এইচ এম মাহবুবুল আলম, ছড়াকার দীপংকর চক্রবর্তী, সরকারি আলেকান্দা কলেজের অধ্যাপক মহিঊদ্দীন চৌধুরী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ সহ ইংরেজী বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থী ও মরহুম শাহাদাৎ হোসেনের পরিবার স্বজনরা। ইংরেজী বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজত স্মরণানুষ্ঠান চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। প্রসঙ্গত, অধ্যাপক শাহাদাৎ হোসেন চলতি বছরের ১৩ জুন ঢাকায় চিকিৎসাধীন অব¯’ায় মৃত্যুবরণ করেন।
Leave a Reply