বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল বিশারকান্দীতে সম্পত্তির জের ধরে দিন দুপুরে ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। জানাগেছে উপজেলার বিশারকান্দী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অজোগাড়া গাঁয়ের মোল্লা বাড়িতে ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার মৃত রাজ্জাক বেপারীর ছেলে মুদি দোকানী কামাল বেপারী খাবার ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এর আগে ঘটনার দিন কামাল বেপারী গংরা সাইদুর রহমান বেপারী, ফারুক বেপারী ও আমিনুল বেপারী একত্রিত হয়ে দুপুর বেলা প্রকাশ্যে সহিদ, সালাম মোল্লাদের জমির উপর মাছের ঝাউ ভাংচুর করে বাঁশ, খুটা, ডালপালা লুটপাট করে নিয়ে যায়। এ ব্যাপারে স্থানীয়রা জানায় জামাল বেপারী, কামাল বেপারী, নুর ইসলাম বেপারী ও জাহাঙ্গীর বেপারী দের সাথে মৃত মোকাম্মেল মোল্লার ছেলে মান্নান মোল্লা, মৃত সেকেন্দার মোল্লার ছেলে শহীদ মোল্লা, ফারুক মোল্লা, সালাম মোল্লার সাথে মুড়ার বাড়ী মৌজার দাগ ১.২ জেএল ৪’র দুই একর উনিশ শতাংশ জমি নিয়ে দেওয়ানী মামলা চলে আসছিল। মামলা নং ৫৩/২০। বিভিন্ন সময়ে জামাল, কামাল গংরা শহীদ মোল্লা সালাম মোল্লা গংদের প্রান নাশের হুমকি দিয়ে আসছিল। এ কারনে ৬জুন শহীদ মোল্লা সালাম মোল্লারা জীবন নাশের ভয়ে থানায় একটি জিডি করেন। জিডি নং ২৩১। এ বিষয়ে জানতে কামাল বেপারীর দোকানে গেলে তাকে পাওয়া যায়নি। ঘরে আগুন ও মাছের ঝাউ বিনষ্টের কারনে সালাম মোল্লা গংদের প্রায় একলক্ষ চল্লিশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। এ বিষয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া জানান জামাল কামাল গংরা যে আগুন দিয়েছে তার স্বাক্ষী পাওয়াগেছে। এদিকে পুলিশ খবর পেয়ে লবনসাড়া তদন্ত কেন্দ্রের এস আই আবু হানিফ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়ে গ্রাম পুলিশ মনোরঞ্জনকে পরিস্থিতির উপর নজর রাখতে বলেন।
Leave a Reply