মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ মেহেন্দিগঞ্জে নৌ-পুলিশের অভিযানে ট্রলার, জাল ও ইলিশ জব্দ করা হয়েছে। মেঘনাসহ বিভিন্ন নদীতে নৌ-পুলিশের অভিযানে এসব জব্দ করা হয় । সুত্র জানায়, শুক্রবার রাতভর অভিযান পরিচালনা করেন নৌ- পুলিশ’র কালীগঞ্জ স্টেশন ইনচার্জ মোঃ ফারুক হোসাইন’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স। এ সময় পরিত্যক্ত একটি মাছ ধরার ট্রলার, ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৮০কেজি নিষিদ্ধ ঘোষিত জাটকা ইলিশ জব্দ করা হয়। নৌ-পুলিশ ইনচার্জ বলেন, উদ্ধারকৃত জাটকা স্থানীয় ৪টি এতিমখানা এবং গরীব- দুঃখীদের মাঝে বিতরন করা হয়েছে এবং জাটকা ধরার জালগুলো প্রশাসন ও মৎস্য বিভাগের নির্দেশে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জাটকা নিধন প্রতিরোধ অভিযান পরিচালনা প্রসঙ্গে নৌ পুলিশ ইনচার্জ বলেছেন, নৌ পুলিশ কর্তৃক এ সকল ধারাবাহিক অভিযানের ফলে একদিকে যেমন ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে তেমনি অন্যদিকে জনসাধারনের কাছে ইলিশ সহজলভ্য হওয়ার পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখবে। কাংক্ষিত লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত মেহেন্দিগঞ্জে রুপালি ইলিশ সংরক্ষনে নৌ পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।”
Leave a Reply