বানারীপাড়া প্রতিনিধি ॥ সকাল থেকে শিক্ষার্থীরা এক বাড়ি থেকে অন্য বাড়ি ছুটে চলেছে সহপাঠিদের সাথে মিলিত হয়ে প্রিয় পাঠশালায় যাবার জন্য। দেড় বছর পরে ইউনিফর্ম পড়ে বিদ্যালয়ে যাবার সময় শিক্ষার্থীদের অনেক উচ্ছাসিত উৎফুল্ল দেখা গেছে। প্রাথমিকের শিক্ষার্থীদের সাথে অভিভাবকরাও এসেছিলেন। পাঠশালায় প্রবেশের আগেই কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হ্যান্ডস্যানিটাইজার ও মাস্ক ব্যবহার নিশ্চিত করেণ। তার পরেই শ্রেণী কক্ষে যায় তারা। রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের পদচারণা যেন, মিলন মেলায় রূপ নেয়। সে কি আনন্দ, বাঁধ ভাঙ্গা উল্লাস।
এরই মধ্যে ক্লাস শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরেই শ্রেষ্ঠ জাতীয় পুরস্কার প্রাপ্ত বানারীপাড়া বন্দর সরবারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন পৌর মেয়র ও বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র শীল। তিনি ক্লাসে ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সাথে স্বাস্থ্যবিধির ওপরে কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের ও প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন, প্রধান শিক্ষক চন্দ্র শেখর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমূখ।
Leave a Reply