বাবুগঞ্জ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় চলমান কাজের অংশ হিসেবে নতুন করে বরিশালের বাবুগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘর নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর গ্রামে ১৫ টি গৃহহীনদের ঘর নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ মনোয়ারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহজাহান খান, ইউপি সচিব মোঃ তারিকুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন প্রমূখ। প্রসঙ্গত সারা দেশে গৃহ ও ভূমিহীন ৮ লাখ ৮২ হাজার ৩৩ পরিবারকে পাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার। ‘মুজিববর্ষে বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশের পর এ উদ্যোগ নেয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প, ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ সহনীয় বাড়ি প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে ।
Leave a Reply