রিয়াজ শরীফ, বাকেরগঞ্জ ॥ দেশ যখন করোনা মহামারিতে হিমশিম তবুও থেমে নেই মাদক ব্যবসায়ী সিন্ডিকেট। বাকেরগঞ্জে থানা পুলিশের অভিযানের তদারকিতে ৮১ পিচ ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ নান্টু হাওলাদার পুলিশের খাঁচায় বন্দি হয়। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেলের নেতৃত্বে এস আই মোঃ জহুরুল ইসলাম, এস আই মোঃ বশির উদ্দিন খান, এস আই মোঃ আবদুল্লাহ আল মামুন, এএসআই মোঃ ফারুক হোসেন, এএসআই সুজন মাঝি, এএসআই মোঃ শফিকুল ইসলামসহ পুলিশের একটি টিম উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রাম থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ নান্টু হাওলাদার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের ৫নং ওয়ার্ডের মৃত মোঃ শাহআলম হাওলাদারের ছেলে। একই দিন সোমবার রাত ১০ টার সময় পুলিশ ৩০০ গ্ৰাম গাঁজাসহ মোঃ জলিল নামের আরেক মাদক ব্যবসায়ীকে নিয়ামতি ইউনিয়ন থেকে আটক করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ জলিল উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের টেংরাখালী গ্রামের মোঃ খালেক সিকদারের ছেলে। এ ঘটনায় থানায় পৃথক দুইটি মাদক মামলা এজাহার করে মঙ্গলবার সকালে আসামীদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, বাকেরগঞ্জ থানায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান মাদক ব্যবসায়ী কাউকেই ছাড় দেয়া হবেনা।মাদক মুক্ত বাকেরগঞ্জ উপজেলা গড়তে মাদক বিরোধী অভিযান আরো কঠোরভাবে পরিচালনা করা হবে।
Leave a Reply