দখিনের খবর ডেস্ক ॥ বরিশালে প্রায় ৪০ কেজি নি¤œমানের মহিষের মাংসসহ ৩জনকে আটক করেছে কোতয়ালী পুলিশ। আজ দুপুর ১ টার দিকে দপদপিয়া টোল প্লাজায় স্থানীয়রা আটক করে পুলিশের খবর দিলে পুলিশ অভিযুক্তদের আটক করে। আটককৃতরা হল, নগরীর বটতলা এলাকার শাহজাহানের ছেলে রিপন, বটতলার আইয়ুব আলীর ছেলে জসিম, মিন্টুর ছেলে রেজা। স্থানীয়রা জানায়, অভিযুক্তরা বরিশালের বন্দর থানাধীন নেহালগঞ্জ গজলি দিঘির পাড় এলাকা থেকে অটোরিকশাযোগে একদিন আগের শাহজাহান নামে ঐ এলাকার এক ব্যক্তির জবাইকৃত মহিষের মাংস কিনে বরিশালে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল । গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয়রা দপদপিয়া টোলঘর এলাকা থেকে অভিযুক্তদের আটক করে কোতয়ালী থানা পুলিশে খবর দেয়। এতে কোতয়ালী থানা পুলিশের এস আই রিয়াজ উদ্দিনসহ তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে অভিযুক্তদের আটক করে। এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার এস আই রিয়াজ উদ্দিন জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। অভিযুক্তরা একদিন আগে মহিষটি জবাই দেয়া সেটি স্বীকার করেছেন। থানার উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিন্মমানের মাংসসহ তিন জনকে আটক করা হয়। এছাড়া মাংস জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্বে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply