দখিনের খবর ডেক্স ॥ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা আবদুল লতিফ নেজামীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১২ মে) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘মরহুম মাওলানা আবদুল লতিফ নেজামী ইসলামী ঐক্যজোটের প্রধান নেতা ও দেশের একজন বিশিষ্ট আলেম ছিলেন। দেশ, জাতি ও মানুষের অধিকারের পক্ষে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি আমৃত্যু ইসলামের আদর্শ, নীতি প্রচার-প্রসারের কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন।
বর্তমান দুঃসময়ে তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শুন্যতার সৃষ্টি হলো। আমি তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জানাচ্ছি। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম মাওলানা আবদুল লতিফ নেজামীকে বেহেস্ত নসিব এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’ সোমবার (১১ মে) রাত ৮টার দিকে মাওলানা আব্দুল লতিফ নেজামী রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে মারা যান।
উল্লেখ্য, মাওলানা আবদুল লতিফ নেজামী দৈনিক সরকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। মৃত্যুকালে মাওলানা নেজামীর বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজনসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply