প্রেসক্লাবের উন্নয়নের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করে যাবো-কাজী বাবুল
স্টাফ রিপোর্টার ॥ শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব নির্বাচন ২০২২ এর সভাপতি পদে পুন: ভোটে বিজয়ী হয়েছেন কাজী নাসির উদ্দিন বাবুল । তিনি ভোট পেয়েছেন ৪১ টি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মানবেন্দ্র বটব্যাল পেয়েছেন ৩৩ ভোট, মুরাদ আহম্মেদ সভাপতি প্রার্থীর তালিকায় থাকলেও তিনি ভোটে অংশ গ্রহণ না করায় তার অনুকূলে কোনো ভোট পড়েনি। নির্বাচিত হয়ে কাজী বাবুল বলেন, আমি কোনো দলাদলির পক্ষে নই। সকলকে নিয়ে প্রেসক্লাবের উন্নয়নের স্বার্থে একসাথে কাজ করে যাবো। সভাপতি পদে বিজয় লাভ করায় তিনি ক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৩৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন এসএম জাকির হোসেন, অপর দিকে কাজী মিরাজ মাহমুদ পায় ৩৫ ভোট। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী আল মামুন ও সহ-সভাপতি পুলক চ্যাটার্জী। সহ-সাধারন সম্পাদক হয়েছেন এম জহির। কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর। পাঠাগার সম্পাদক খান রুবেল। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কেএম নয়ন, ক্রীড়া সম্পাদক আরেফিন তুষার।
দপ্তর সম্পাদক এম লোকমান হোসাইন। অপরদিকে কার্যনীর্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এম মোফাজ্জেল, সুমন চৌধুরী, এসএম ইকবাল, মিজানুর রহমান, তপংকর চক্রবর্তী, কমল সেন গুপ্ত, রাজ্জাজ ভুঁইয়া। এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরণ ও নির্বাচন কমিশনার দেবাশীষ চক্রবর্তী পুরো নির্বাচন পরিচালনা করেন। নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আগামী এক বছরের জন্য শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের দায়িত্ব পালন করবেন। আগামী ৭ জানুয়ারির মধ্যে নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তরের কথা রয়েছে।
এদিকে কাজী বাবুল সভাপতি পদে বিজয়ী হওয়ায় বরিশালের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply