রাজশাহী প্রতিবেদক ॥ রাজশাহীর গোদাগাডীতে মসজিদের জমি দখল করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর গ্রামের জামে মসজিদের জমির এক অংশ দাবি করে করে আসছিল মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ কালু। এর আগে মসজিদের জায়গাথেকে কালুকে তার জিনিস পত্র সরাইতে বলে কিন্ত কালু সড়াইনি। ১৩/০৫.২০ বুধবার সকাল ১১টার দিকে মসজিদের জায়গা ঘিরতে গেলে কমিটির সদস্যদের সঙ্গে কালুর কথা কাটাকাটি হয়। এবং এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে উভয় পক্ষের নারীসহ ১০ জন আহত হয়।
মোহাম্মদ কালুর পক্ষের আহতরা হলেন-আমিন আলী (৬০), মোসা আঁখি (২৭), আখতারুন্নেসা (৩০), সাজেনুর বেগম (৫৫), জাহিদ হাসান (১৮)। এবং মসজিদ কমিটির পক্ষে আহত এলাকাবাসীরা হলেন- পিযারুল ইসলাম (৪৫), মতিউর রহমান (২১), মোহাম্মদ রাকিব (১৮), শামসুল হুদা (৬০), আশফির মাহমুদ (২৫) )। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, কালুর নানী শাশুড়ী ৪২ বছর আগে পিরিজপুর গ্রামের জামে মসজিদের জন্য জমি দান করেন। বর্তমানে গত কয়েক বছর থেকে মোঃ কালু এই জমির মালিক বলে দাবি করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর সঙ্গে বিরোধ চলে আসছে মোঃ কালুর সাথে।
স্থানীয়ভাবে অনেকবার সালিশের মাধ্যমে মীমাংসা তাকে বুঝনো হলেও জমি ছাডতে রাজি না মাহাম্মদ কালু। সকাল ১১টার দিকে মসজিদের সীমানা ঘেরার জন্য শ্রমিক গেলে কালুর সাথে কথা কাটাকাটি হয় এবং উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচাজর্ (ওসি) খাইরুল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন পক্ষই অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
Leave a Reply