নিজস্ব প্রতিবেদক ॥
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মাফিয়া নিশিরাতের সরকার নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। এই নিশিরাতের সরকারকে ক্ষমতায় রাখতে দালালী করবে সেই সব জাতীয় দালালদের চিহ্নিত করে রাখার আহবান জানান। তারেক রহমান আরো বলেন,এভাবে দেশ চলতে দেওয়া যায়। চারদিকে শুধু খুন গুম,অত্যাচার,অবিচার,অনিয়ম দূর্নীতি। দেশের মানুষ আজ অতিষ্ঠ এই নিশি রাতের সরকারের কর্মকান্ডে। মানুষ খুন গুম হচ্ছে অথচ তার বিচার নেই। বিচার পাবে না জেনে মানুষ মামলা পর্যন্ত করতে যায় না। দেশের অপশাষন কতটা চলছে এর চেয়ে বড় প্রমান আর কি হতে পারে। তিনি নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহবান জানিয়ে বলেন আপনারা ধ্যৈর্য্য হারাবেন না ইনশাহ আল্লাহ খুব শীর্ঘ স্বৈরাচর মুক্ত বাংলাদেশে আপনাদের সাথে দেখা হবে। বরিশাল মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে ভার্চুয়াললি যোগ দিয়ে ইফতার দোয়-মোনাজাত পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন যারা বিএনপির সাথে একত্রিত হয়ে এই নিশি রাতের সরকার বিরোধী আন্দোলনে মাঠে নামবে ক্ষমতায় গেলে তাদের কে সাথে নিয়ে বিএনপি জাতীয় সরকার গঠন করবে। তিনি বলেন বিএনপি বেইমানের দল নয়। এখন যারা বিএনপিকে সহযোগীতা করবে বিএনপি সরকারে আসলে তাদের সাথে রাখবে। সরকারের অপশাষন অনিয়ম দূর্নীতির বর্ননা দিয়ে তিনি বলেন দেশ এত সয়ংসম্পূর্ন যে টিসিবির ট্রাকের পিছনে হাজার হাজার মানুষ দৌড়াচ্ছে। সরকার উন্নয়ন ও জন সেবার নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে। সম্প্রতি প্রকাশিত টিআইবির রিপোর্টেও বরাত দিয়ে তিনি বলেন শুধু মাত্র করোনার টিকা দিয়ে ২৩ হাজার কোটি টাকা লুটপাট করেছে সরকার। এরকম সব খাত থেকেই সরকার হাজার কোটি টাকা দূর্নীতি করছে। এভাবে দেশ চলতে দেওয়া যায় না। দেশের মানুষকে ঐক্যবধ্য হতে হবে। এই সরকারকে বিদায় করতে আন্দোলনে নামতে হবে। তিনি বলেন আজ দেশের মানুষ আমাদের আপনাদের দিকে চেয়ে আছে। তারা এখন মুক্তি চায়,ভোটাধিকার চায়। বরিশালে সেন্টু,জিতু, টিপুসহ বেশ কয়েকজন বিএনপি নেতাদের নাম উল্লেখ করে বলেন তারা আজ আমাদের মাঝে থাকার কথা ছিলো। কিন্তু তারা আজ নেই। কেন নেই? তাদেরকে হত্যা করা হয়েছে। তাদের অপরাধ ছিলো এদেশের গনতন্ত্র, সার্ববৌমত্ব নিয়ে কথা বলা। মানুষের ভোটাধিকার নিয়ে কথা বলা। বরিশালের মানুষ এবং বরিশাল তার খুবই প্রিয় জানিয়েছে তিনি বলেন বরিশাল আমার খুব প্রিয় । আমি অনেক বার বরিশালে গিয়েছি। ইনশাআল্লাহ আবার বরিশালে আসব। দেখা হবে সবার সাথে। বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সার্বিক তত্বাবদায়নে ইফতার ও দোয়া মোনাজাতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান,কেন্দ্রীয় নিবাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এ্যাড, বিলকিস জাহান শিরিন,কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, ঢাকা (দক্ষিণ) বিভাগীয় টিম প্রধান জাকির হোসেন নান্নুু, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজিব আহসান,বরিশাল মহানগর যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল। এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাত উল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, বরিশাল দক্ষিন জেলা বিএনপি আহবায়ক এ্যাড, মজিবর রহমান নান্টু,বরিশাল মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার,যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার,হাবিবুর রহমান টিপু প্রমুখ।
Leave a Reply