রাজশাহী ব্যুরো ॥ প্রাণঘাতি করোনা রাজশাহী জেলার অন্য উপজেলায় আঘাত হানলেও চারঘাট মুক্ত ছিল। পাশের উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হলেও চারঘাটে কেউ আক্রান্ত হয়েছিল না। ফলে করোনা মুক্ত উপজেলা হিসেবে ব্যাপক প্রশংসায় ছিল উপজেলাটি। কিন্তু অবশেষে সেই করোনামুক্ত চারঘাট উপজেলায় আঘাত আনলো প্রাণঘাতি করোনা।
শুক্রবার রাতে সাবেরা বেগম নামের এক নারীর শরীরে মিলেছে করোনার অস্তিত্ব। সেই নারী চারঘাট উপজেলার মিয়াপুর হিন্দুপাড়া গ্রামের আবুল মন্ডলের স্ত্রী। এই প্রথম করোনায় আক্রান্ত হলেন সেই নারী বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ ডা: আশিকুর রহমান। পরে শনিবার সকালে সেই নারীসহ পাশের বাড়ী উত্তম কুমার সাহার বাড়িও লকডাউন ঘোষণা করেন উপজেলা প্রশাসন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: শহিদুল ইসলাম রবিন জানান, গত দুই দিনে উপজেলার ৪৬ জন সন্দেহ ভাজন নারী পুরুষের শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছিল। সেই নমুনা থেকে শুক্রবার রাতে সাবেরা বেগম (৪০) এর শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়েছে।
তিনি আরো বলেন, ১৮ মে ঢাকার আশুলিয়া ছেলের বাড়ী থেকে ওই নারী বেড়িয়ে এসেছিলেন। এরপর তার শরীরে দেখা দেয় জ্বর, স্বন্দি, কাশি। পরে ওই নারী ও তার স্বামী আবুল মন্ডলের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। তবে ওই নারীর শরীরে করোনা শনাক্ত হলেও তার স্বামী আবুল মন্ডলের শরীরে মেলেনি করোনার অস্তিত্ব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা বলেন, এতোদিন অন্য উপজেলায় করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লেও বাদ ছিল চারঘাট। সেই চারঘাটেও এবার ধরা পড়লো করোনা সংক্রমণ। তবে চারঘাটে যাতে করে করোনা সংক্রমণ ছড়াতে না পারে সেজন্য আক্রান্ত নারীর বাড়ীসহ প্রতিবেশীর বাড়ী লকডাউন করা হয়েছে। ১৪ দিন তিনি তার বাড়ীতেই চিকিৎসা নিবেন। তাদের পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
Leave a Reply