রাজশাহী ব্যুরো: রাজশাহীর মোহনপুরে ৬৩পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ৪ জুন গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার কেশরহাট পৌরসভা এলাকার কেশরহাট বাজারে গোলাম মোস্তফার চায়ের দোকানের সামনে থেকে মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল করিম সঙ্গীয় অফিসার ফোর্স ৬৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করে।
এসময় মাদক বিক্রয় কাজে ব্যবহƒত টিভিএস মেট্রোপ্লাস ১১০ সিসি লাল রংয়ের মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃরা হলেন, কেশরহাট পৌর এলাকার ইব্রাহীম আলীর ছেলে নিয়মিত মাদক ব্যবসায়ী সোহেল রানা (৩৪), মালিদহ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩১), কেশরহাট পশ্চিমপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রহমান (২৫)।
মোহনপুর থানার কর্মকর্তা ওসি মোস্তাক আহম্মেদ জানান, ৬৩ পিস ইয়াবাসহ হাতেনাতে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করার পর মাদক মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। সে নিয়মিত মাদক ব্যবসায়ী।
Leave a Reply