নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে বোরো ধান সংগ্রহ কার্ষক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে সদর উপজেলা খাদ্য গুদামের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, বরিশাল জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তাজুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নিয়াজ মাখদুমসহ অন্যরা। এবার বরিশাল সদর উপজেলার ১০ টি ইউনিয়নের ক্ষুদ্র কৃষক ৩৭২ জন, মাঝারী কৃষক ১০৩ জন এবং বড় কৃষক সাতজনসহ মোট ৪৮২ জন কৃষকদের কাছ থেকে মোট পাঁচ লাখ ৫৪ হাজার কেজি বোরো ধান সংগ্রহ করবে বরিশাল সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কার্যালয়।
প্রতিজন কৃষক এর কাছ থেকে ধান সংগ্রহ করা যাবে । এর মধ্যে ক্ষুদ্র কৃষক এর কাছ থেকে এক মেট্রিক টন ধান, মাঝারী কৃষক এর কাছ থেকে ১.৬ মেট্রিক টন ধান এবং বড় কৃষক এর কাছ থেকে ২.৪ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।
প্রতি মন ধান সরকারি ভাবে ১০৪০ টাকা দরে ক্রয় করা হবে। এতে করে প্রতি কেজি ধানের মুল্য হবে ২৬ টাকা করে। এবার বরিশাল জেলায় ৮৮৫৬ মেট্রিক টন বোরো ধান সরকারি ভাবে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে।
Leave a Reply