গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদী উপজেলাধীন মাহিলাড়া ইউনিয়নের বেজহার গ্রামের সাবেক ইউপি সদস্য সৈয়দ আলীর পুত্র মোঃ মনির হোসেন গত ৭ জুন রাতে করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তার মৃত্যু সংবাদ পাওয়ার পর পরই বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের ইমার্জেন্সী রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা লাশ বহন ও দাফনের বিষয়ে সহযোগিতা করার প্রস্তাব পরিবার ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হয়।
সে অনুযায়ী ইমার্জেন্সী রেসপন্স টিম মাহিলাড়া ইউনিটের সদস্যরা করোনা আক্রান্ত মনির হোসেনের লাশ দাফনে সর্বাত্মক সহায়তা প্রদান করে। ইমার্জেন্সী রেসপন্স টিমের পক্ষে এসময় উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা সাহাবুদ্দিন সিকদার, মাহিলাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মুছা বিন সাইদ, সাবেক ছাত্রদল নেতা ও যুবদল নেতা বায়জিদ সিকদার, যুবদল নেতা মোয়াজ্জেম ফকির, ছাত্রদল নেতা জোবায়ের সিকদার এবং ছাত্রদল নেতা ফারুক আহম্মেদ। স্থানীয় প্রশাসনের পক্ষে পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধানে ছিলেন মাহিলাড়া ইউনিয়ন চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। উল্লেখ্য, ইমার্জেন্সী রেসপন্স টিমের প্রধান জহির উদ্দিন স্বপনের পক্ষে এ দায়ীত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সাথে সমন্বয় করার দায়িত্ব পালন করেন মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজল সরকার ও গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাফর ইকবাল।
Leave a Reply