নিজস্ব প্রতিবেদক ॥ করোনাকে জয় করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ সদস্য। প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থতা লাভ করে ফিরেছেন ওই ছয় পুলিশ সদস্য। তারা বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ লাইন্সে কোয়ারেন্টিনে আছেন। করোনা জয় করে ফেরা এই ছয় পুলিশ সদস্য হলেন মহানগর পুলিশের পাবলিক ম্যাজমেন্ট অর্ডার (পিওএম) শাখার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ও ইউনুস আলী, কোতয়ালী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দীন মোহাম্মদ, পিওএম শাখার এএসআই আসলাম হোসেন, নায়েক মো. শহীদুল ইসলাম ও কনস্টেবল মো. ফেরদৌস।
এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সর্বপ্রথম করোনা আক্রান্ত উত্তর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের গাড়ি চালকের মাহমুদ এখনো করোনা থেকে মুক্ত পাননি। সর্বশেষ শনিবারের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টও পজেটিভ আসে। তবে তিনি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ আছেন বলে বিভাগীয় পুলিশ হাসপাতালের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর বিশেষ শাখা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী করোনা জয় করে ফেরা পুলিশের ছয় করোনা যোদ্ধা গত ১৪ মে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন। এদের মধ্যে পাঁচ জন রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে এবং একজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি থেকে চিকিৎসা গ্রহন করেছেন। এদের মধ্যে এসআই শহীদুল ইসলাম ও ইউনুস আলী ১৯ এপ্রিল, এএসআই দীন মোহাম্মদ, মো. আসলাম হোসেন, নায়েক শহীদুল ইসলাম ও ফোরদৌস ১৪ এপ্রিল করোনা আক্রান্ত শনাক্ত হন। জানাগেছে, সর্বশেষ তথ্য অনুযায়ী বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারসহ ১০১ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
Leave a Reply