নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য সহ-সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য বেগম সাহান আরা আবদুল্লাহ’র আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দক্ষিণাঞ্চল জুড়ে। রাজনৈতিক অঙ্গন যেন স্থবির হয়ে গেছে। বরিশালের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনে শোকে ছায়া নেমে এসেছে। বিশ্লেষকরা বলছেন, বড় অসময়ে চলে গেলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিনী এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মা। জাতির এই ক্রান্তিলগ্নে তার ভুমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। জাতির এ অপূরণীয় ক্ষতি কোন কিছুতেই পুষাবার নয়। তিনি ছিলেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী। উল্লেখ্য, গত শুক্রবার ঢাকার কলাবাগানের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে সাহান আরা আবদুল্লাহকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। বেগম সাহান আরা আবদুল্লাহ’র বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বামী, তিন ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply