আমতলী প্রতিনিধি ॥ বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ও গুলিশাখালী ইউনিয়নের আমড়াগাছিয়া বাজারসংলগ্ন নদীতে আয়রণ ফুট ব্রিজ ভেঙে ইটবোঝাই ট্রলি নদীতে পড়ে গিয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে চাওড়া ইউনিয়নের ঘটখালী তালুকদার ব্রিকস থেকে কুকয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. ফারুক আকন একটি ট্রলিতে করে ইট বোঝাই করে গুলিশাখালী ইউনিয়নের বাজারখালী গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে আমড়াগাছিয়া বাজারসংলগ্ন নদীর ওপর নির্মিত আয়রণ ফুট ব্রিজটি পার হওয়ার সময় হঠাৎ ব্রিজটির মাঝ বরাবর ভেঙে ইটসহ ট্রলিটি নদীতে পড়ে যায়। এ দুর্ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
গুলিশাখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বরিশালটাইমসকে বলেন, আজ (বুধবার) সকালে ইটবোঝাই একটি ট্রলি আয়রন ফুট ব্রিজটি পার হওয়ার সময় ব্রিজের মাঝখান দিয়ে ভেঙে নদীতে পড়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই ইউনিয়নের ২০ গ্রামের মানুষের। আমতলী থানার ওসি মো. শাহআলম হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বরিশালটাইমসকে বলেন, এ আয়রন ফুট ব্রিজটি অনেক আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। নিষেধ করা সত্ত্বেও জনৈক ফারুক গাজী এ ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে ট্রলি দিয়ে ইট টেনে ব্রিজটি ভেঙে ফেলেছে। এখানে একটি গার্ডার ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা দেওয়া আছে। সেটা পাস হয়ে আসলে এখানে নতুন ব্রিজ নির্মাণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বরিশালটাইমসকে বলেন, ব্রিজ ভেঙে যাওয়ার সংবাদ পেয়েছি। নিষেধ অমান্য করে এ ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজটি দিয়ে মালামাল টেনে ভেঙে ফেলেছে। আপাতত তারাই এটি মেরামত করে দেবেন। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply