কাজী মামুন / পটুয়াখারী
পটুয়াখালীে জেলায় কোভিড ১৯ রোগীর সংথ্যা বেড়েই চলছে,প্রথম জেলার দুমকি উপজেলায় কোভিড ১৯ এ ও প্রথম রোগী শনাক্ত হয় একই পরিবারের দুই জন এরপর প্রতি নিয়ত বাড়তে থাকে করোনা সংক্রামিত রোগীর সংখ্যা। গত একদিনে নতুন করে শিশুসহ ৩০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।গতকাল বুধবার রাতে জেলার সিভিল সার্জন কার্যালয়ে নমুনা পরীক্ষার ফলাফলে এই তথ্য পৌছায় এ নিয়ে পটুয়াখালী জেলায় কোভিড ১৯ মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১১৩ জনে ,আর মারা গেছেন এ প্রযস্ত কোভিড ১৯ রোগী ৬ জন। পটুয়াখালী সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসকল তথ্যও সত্যতা নিশ্চিত করেন।জেলার সিভিল সার্জন সুত্রে জানায় ,নতুন শনাক্তদেও মধ্যে তিন বছরের একটি শিশু ও ৩৫ খেকে ৪৮ বছরের চার জন নারী রয়েছেন,সংক্রামিত পুরুষ রয়েছেন ২৫ জনের মধ্যে ৭ জন ১৫ থেকে ২৫ বছর বয়সী ,৬ জন রয়েছে ২৬ থেকে ৩৫ বছর বয়সী,৫ জন ৩৬ থেকে ৪৫ বছর বয়সী রয়েছেন,৪৬ থেকে ৫৫ বছরের বয়সী ৩ জন,এবং ৫৬ থেকে ৭৬ বছর বয়সী ৪ জন । এদিকে জেলার সব চেয়ে কম শনাক্ত হয়েছে মির্জাগঞ্জ উপজেলায় মাত্র ৩ জন,গলাচিপায় ৪ জন,দমুকিতে ১০ জন,বাউফলে ১৮ জন,কলাপাড়ায় ১০ জন এবং রাঙ্গাবালীতে ৪ জনের সংক্রামণ শনাক্ত হয়েছে।
Leave a Reply