নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর কাউনিয়া বিসিক রোডের টেক্সটাইল মোড়ে রিয়াদ মেডিকেল হাউজে হামলা চালিয়ে ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ সময়ে ক্যাশে থাকা টাকাও লুট করে নিয়ে যায় হামলাকারীরা। বুধবার রাতের এই ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক ব্যক্তি জানান, বুধবার রাত ৮ টার দিকে আবুল হোসেনের রিয়াদ মেডিকেল হাউজে ওষুধ নিতে আসে শহীদ আরজু মনি স্কুলের সম্মুখের সরদার সড়কের বাসিন্দা আব্দুল খালেক। এ সময়ে ব্যবস্থাপত্র সাথে না থাকায় ওষুধের নাম বলতে না পারায় দোকানদার ওষুধ দিতে অপারগতা জানালে আব্দুল খালেক অকথ্য ভাষায় গালি-গালাজ শুরু করেন। পরবর্তীতে দুজনেই তর্কে জড়িয়ে পড়লে পার্শ্ববর্তী দোকানদারের সহোযোগিতায় কোন রকম হাতাহাতির ঘটনা ঘটার আগেই সেখান থেকে চলে যায় আবদুল খালেক। পরে রাত ৯ টার দিকে আব্দুল খালেক ও তার ছেলে মেহেদী, রুবেল, আরিফ, সৌরভসহ অজ্ঞাত ৭ থেকে ৮ জনের একটি সন্ত্রাসী দল পুনরায় রিয়াদ মেডিকেল হাউজে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এ সময়ে ব্যবসায়ী আবুল হোসেনকে মারধর করে দোকানের ক্যাশে থাকা ১ লক্ষ ৫০ হাজার টাকার মতো লুটপাট করে পালিয়ে যায়। এ দিকে প্রশাসনের নাকের ডগায় এমন হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ ব্যাপারে বরিশাল ড্রাগ সমিতির সভাপতি কাজি কামাল সাংবাদিকদের জানান, ঘটনাটি শুনেছি। আমরা সমিতির পক্ষ থেকে সকল সহোযোগিতা করবো।
এ ব্যাপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম জানান, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Leave a Reply