মুলাদী প্রতিবেদক ॥ চরম অনিয়ম ও অব্যবস্থাপনার মাধ্যমে ডাক বিভাগের গ্রাহক হয়রানীর অভিযোগ উঠেছে মুলাদী পোস্ট অফিসের পোস্টম্যান (চিঠি বিলিকারক) মশিউরের বিরুদ্ধে। সংশ্লিষ্ট ও গ্রাহক সূত্রে জানাগেছে, মুলাদী উপজেলার পোস্টম্যান হিসেবে ৩/৪ বছর থেকে চাকরীতে যোগদানকারী চিঠি বিলিকারক মশিউর রহমান মুলাদী মূল অফিসে ৩ দিন ও গাছুয়া মিয়ার হাট ব্রাঞ্জ অফিসে সপ্তাতে ৩ দিন অফিস করার কথা থাকলেও তিনি গাছুয়া ইউনিয়ন পোস্ট অফিসে না গিয়ে গ্রাহকদের মোবাইল ফোনে ডেকে এনে কোন কোন ক্ষেত্রে টাকার গ্রাহনের মাধ্যমে চিঠি প্রদান করে। করোনা দূযোগে সরকার সকল কর্মকতা কর্মচারী কে কর্মস্থলে থাকার কথা বললেও মশিউর এক অদূশ্য শক্তির উপর ভর করে এমন সব অনিয়ম করে পার পেয়ে যাচ্ছেন বলে অফিস সশ্লিষ্ঠ একটি সুত্র নাম প্রকাশ না করার র্শতে জানিয়েছেন। ভুক্তভোগীরা বলছেন এমন চলতে থাকলে তারা ডাক বিভাগের সুবিথা থেকে বজ্ঞিত হবে। তবে এসব অনিয়মের কথা অস্বীকার করেছেন মশিউর। এ ব্যাপারে মুলাদী পোস্ট অফিসের কর্মকতা মোঃ বাকের হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply