মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ মানুষ মানুষের জন্য” এ ব্রতকে সর্বদা মেনে নিয়ে অসহায়ের পাশে অসহায়ের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখাই হলো মানব সেবা। আর এর পুরোটা করে যাচ্ছেন মেহেন্দিগঞ্জ ইউএনও পিজুস চন্দ্র দে। গত ৮ জুন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ আবুল খান ও তাঁর স্ত্রী সালেহা বেগমের একমাত্র সম্বল মাথা গোজার ঠাঁই টিনের ঘরটি আগুনে ভস্মিভূত হয়ে যায়৷ টিনের ছাউনি দেয়া এক রুমের সেই ঘরখানা আগুনে পুড়ে গেলে নিঃস্ব হয়ে যান এ দম্পতি। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান হাওলাদার ঘটনাস্থলে ছুটে যান৷ এ বিষয়ে বিস্তারিত অবহিত করেন ইউএনও পিজুস চন্দ্র দে কে। পুরো বিষয়টি শুনে তিনি তাৎক্ষনিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে ০২ (দুই) বান্ডিল টিন ও নগদ ৬০০০/- (ছয় হাজার) টাকা অনুদান হিসাবে দিয়ে দেন ঐ দম্পতিকে। ইউএনও পিজুস চন্দ্র দে বলেন, “মানব সেবার মধ্যে রয়েছে এক অকৃত্রিম আনন্দ। সামান্য এইটুকুন প্রাপ্তিতেই যে হাসি ফুটে উঠেছে খান সাহেবের মুখে তা নিঃসন্দেহে অমূল্য৷”
Leave a Reply