ভান্ডারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়া করোনার উপসর্গ নিয়ে হাফেজ মো. রেদোয়ান হোসেন (৪৫) নামের এক মসজিদের ইমাম মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্র জানায়, গত ৩দিন যাবৎ জ্বর, গলাব্যাথা ছিল রেদোয়ানের। গতকাল সকালে জ্বর বেড়ে যায়, সাথে রক্ত বমি শুরু হলে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তারা উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরন করেন। পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসেন আলী পঞ্চায়েত কিন্ডাগার্ডেন এর সহকারী শিক্ষক (ধর্মীয় শিক্ষা) ও কমিটির সদস্য হিসেবে সকলের খুব প্রিয় শিক্ষক ছিলেন। তালুকদার বাড়ি জামে মসজিদের ইমামের দায়িত্ব পালন করতেন দীর্ঘদিন যাবৎ। অভিজ্ঞ মহলের ধারনা যথা সময়ে করোনা চিহ্নিত ও চিকিৎসা নিলে এমন অল্প বয়সে এমন গুনী হাফেজকে আমাদের হারাতে হতো না। মৃত্যু কালে তিনি ১ ছেলে ২ মেয়ে ও স্ত্রী রেখেগেছেন। তার মৃত্যুতে পরিবার আতœীস্বজন পারাপতিবেশী সবার মাঝে করোনা আতঙ্ক বিরাজ করছে।
Leave a Reply