ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে সড়ক এবং মহাসড়কে পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। করোনায় বিপর্যস্ত জনসাধারণকে স্বাস্থ্যবিধি অনুসারে যাতায়াত এবং পণ্যবাহী যানবাহন নির্বিঘেœ চলাচলের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ প্রহণ করেছেন ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। শনিবার (১৩ জুন) দুপুরে চাঁদাবাজি বন্ধ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গাবখান সেতু এলাকায় বিশেষ অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এ সময় মহাসড়কে পরিবহনের লাইনম্যান, সুপারভাইজর, ফেডারেশন বা অন্য কোন নামে মহাসড়কে চাঁদাবাজরা যাতে টাকা উত্তোলন করতে না পারে সে জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ দেন পুলিশ সুপার। এ জন্য স্ব-স্ব পরিবহন সেবার সাথে জড়িত শ্রমিকদের নিজস্ব পরিচয়পত্র সাথে রাখারও পরামর্শ দেন তিনি।
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জানান, দেশের অর্থনৈতিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সীমিত আকারে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে পরিবহন খাতে চাঁদাবাজি রোধে জেলার ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক সড়কে বিশেষ চেকপোস্টসহ টহল বৃদ্ধি করা হয়েছে। জেলার কোথাও পরিবহন খাতে চাঁদাবাজি পরিলক্ষিত হলে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী মো. ছোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, সদর থানার ওসি (অপারেশন) মো. মুরাদ আলী উপস্থিত ছিলেন।
Leave a Reply