পটুয়াখালী প্রতিবেদক ॥ পটুয়াখালীর দুমকি উপজেলায় মুক্তিযোদ্ধা মো. ইউনুস হাওলাদার (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান। এছাড়া গত ২৪ ঘন্টায় একজন চিকিৎসকসহ ৩০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট ১০ জন রোগীর মৃত্যু হয়েছে।
দুমকী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শাহিদুল হাসান শাহীন জানান, গত ৯ জুন মুক্তিযোদ্ধা ইউনুস হাওলাদার জ্বর-কাশি নিয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন। শ্বাসকষ্ট বেড়ে অবস্থার অবনতি হলে ১১ জুন তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১২ জুন সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই দিন তার করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। পটুয়াখালী সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গিঁর আলম শিপন জানান, গত ২৪ ঘন্টায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মো. ইমরান হোসেনসহ জেলায় ৩০ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট ১৫৩ জন রোগী শনাক্ত হয়েছে। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩৩ জন। বিভিন্ন উপজেলার মারা গেছেন ১০ জন।
Leave a Reply