গৌরনদী প্রতিবেদক ॥ বরিশাল শহরের বিশিষ্ট শিল্পপতি, দানশীল ব্যাক্তিত,¡ সাদা মনের মানুষ খ্যাত বিশিষ্ট সমাজ সেবক অমৃত লাল দে এন্ড কোম্পানীর কর্নধার বিজয় কৃষ্ণ দে’র আশু রোগ মুক্তি কামনায় গতকাল শনিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলাব বার্থী তাঁরা মায়ের মন্দিরে (কালী মন্দির) বিশেষ প্রার্থনা ও পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, সাদা মনের মানুষ খ্যাত বিশিষ্ট সমাজ সেবক বিজয় কৃষ্ণ দে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোগ মুক্তি কামনায় গতকাল দুপুর ১২টায় উপজেলাব বার্থী তাঁরা মায়ের মন্দিরে (কালী মন্দির) ট্রাষ্টি বোর্ড ও মন্দিরের পূজা উদযাপন কমিটি’র য়ৌথ উদ্যোগে মন্দির অঙ্গনে বিশেষ প্রার্থনা ও পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এলাকার দুই শতাধীক মন্দির ভক্ত পুজারীরা ওই পূজা ও প্রার্থনা অনুষ্ঠানে অংশগ্রহন করেন। পূজা ও প্রার্থনা অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্দিরের পুরোহীত অমল গাঙ্গুলী। মন্দির ট্রাষ্টি বোর্ডের সদস্য শান্তনু ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত পূজা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাক্তি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির ট্রাষ্টি বোর্ডের সদস্য প্রনব রঞ্জন দত্ত (বাবুদত্ত), শিশির কুন্ড, মোহন চক্রবর্তী, পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক অপু রায়, সহ-সভাপতি চক্রবর্তী নিত্যানন্দ, যুগ্ন সাধারন সম্পাদক বিশ্বজিত সরকার বিপ্লব, সজল ঘোষ, অসিম দাস, বিমল কৃষ্ণ বসু, কোষাধ্যক্ষ দুলাল মজুমদার, ধর্ম বিষয়ক সম্পাদক হরি সুত্রধর, নির্বাহী সদস্য উত্তম দাস প্রমুখ।
Leave a Reply