ডেক্স রিপোর্ট ॥ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (৭২) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়য়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ। ভাইস-চ্যান্সেলর এক শোক বার্তায় তাঁর বর্ণাঢ্য জীবনের স্মৃতিময়তা স্মরণ করে বলেন, মোহাম্মদ নাসিম ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী। এ মহান নেতা দেশের যে কোন দুঃসময়ে দলের জন্য নিবেদিত প্রাণে ঝাপিয়ে পরে জাতিকে ঐক্যবদ্ধ করে আন্দোলন-সংগ্রামে নির্ভীক ভূমিকা পালন করেছেন। জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপ্টেন মনসুর আলীর সন্তান হিসেবে পিতার রাজনীতির ধারায় অবিচল থাকা সাহসী ও আপসহীন রাজনীতিক মোহাম্মদ নাসিমের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ভাইস-চ্যান্সেলর আরও বলেন, বর্ষীয়ান এই রাজনীতিবীদ মোহাম্মদ নাসিম চলে যাওয়ায় গোটা রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। এ শোক সহজে কাটিয়ে ওঠার নয়। ভাইস-চ্যান্সেলর বিশ^বিদ্যালয় পরিবারের পক্ষথেকে তাঁর বিদেহী আত্মার মাাফরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply