কাউখালী প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালীতে অবৈধ ইটের পাঁজায় কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে ইটের পাঁজার মালিক মোঃ মিজানুর রহমানকে ২০ হাজার টাকা এবং নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার অভিযোগে এক সুপারি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা ও মাস্ক ব্যবহার না করার অভিযোগে এক পথচারীকে ৩শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা।
জানা গেছে, রবিবার (১৪জুন) বেলা ১১টার দিকে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সোনাকুর গ্রামের মিজানুর রহমানের অবৈধ ইটের পাঁজায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় পরিবেশের ক্ষতিকারক কাঠ দিয়ে ইটের পাঁজায় ইট পোড়ানোর দায়ে ওই ইট পাঁজায় মালিককে ২০হাজার টাকা জরিমানার দন্ড প্রদান করেন। এ ছাড়া কাউখালী সদর বাজারের সুপারী ব্যবসায়ী মানিককে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৫ হাজার টাকা ও মাস্ক ব্যবহার না করার অভিযোগে ইয়াসিন নামের এক পথচারীকে ৩০০টাকা জরিমানার এ অর্থদন্ড প্রদান করা হয়। এ ব্যাপারে ওই ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা বলেন, ওই ইট পাঁজার মালিক অনুমোদন বিহীনভাবে ইটের পাঁজা স্থাপন করে জ্বালানী কাঠ দিয়ে অবৈধ ভাবে ইট পোড়াচ্ছিলো। এই অভিযোগ পেয়ে ইটের পাঁজায় অভিযান চালিয়ে ইট মালিককে অর্থদন্ড করা হয়েছে । এরকমের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply