রাজাপুর প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৭ জনের শরীরে করোনা ভাইরাস কোভিট ১৯ শনাক্ত হয়েছে।এদের মধ্যে সরকারী কর্মকর্তা ও চাকুরীজিবি ৪ জন এবং সাধারন পাবলিক ৩ জন। সরকারী চাকুরীজিবিদের মধ্যে রয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো:আবুল খায়ের মাহমুদ রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা,স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত একজন নারী স্বাস্থ্য কর্মী, রাজাপুর থানা পুলিশের সহকারি উপপরিদর্শক।থানা পুলিশ সুত্রে জানাযায়,আত্রুান্ত পুলিশের সহকারী উপপরিদর্শক রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাছাড়া উপজেলার বড়ইয়া ও মঠবাড়ী ইউনিয়নের ২ জন নারী এবং গালুয়া ইউনিয়নে একজন পুরুষ রয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আত্রুান্তের সংখ্যা দাড়াল ২৬ জনে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো:আবুল খায়ের মাহমুদ রাসেলের শরীরে করোনা ভাইরাস পজেটিভ হওয়ার খবর তিনি তার ফেনবুক ওয়ালে নিশ্চিত করেছেন।
Leave a Reply