ভান্ডারিয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের ভান্ডারিয়ায় গত সোমবার রাতে (১৫জুন) ৪পুলিশ সদস্য, ১ শিক্ষক, ১ সাংবাদিক, ১ ব্যবসায়ীসহ একদিনে মোট ৯ জনের করোনা পজেটিভ আসে। রিপোর্ট আসার পর পর ই রাত ১২টার দিকে পিরোজপুর জেলা সিভিল সার্জনের বরাত দিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ভান্ডারিয়া পৌর সভাকে রেড জোন চিহ্নিত করা হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর সভায় ২১দিনের লক ডাউন ঘোষণা করা হয়। এবং রাতেই উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে জনসচেতনাতা মূলক প্রচার প্রচারনা চালানো হয়। এদিকে গত দুই দিনে করোনা সংক্রামন উপসর্গ নিয়ে এক শিক্ষক, দুই ব্যবসায়ী এবং এক বৃদ্ধসহ চার জন মারা গেছে বলে জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ)ডাঃ জহিরুল ইসলাম। এর মধ্যে গতকাল মঙ্গলবার ভান্ডারিয়া পৌর শহরের মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং রবিবার সন্ধ্যায় উপজেলা হাসপাতাল সংলগ্ন গুচ্ছ গ্রামে এক সবজী বিক্রেতা এবং উপজেলার ধাওয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এক বৃদ্ধ ও দুপুরে ভান্ডারিয়া বাজারের এক হিন্দু পান ব্যবাসায়ী মারা যায়। ভান্ডারিয়া পৌর সভা ও বাকি ৬টি ইউনিয়ন নিয়ে এ উপজেলায় গত কাল মঙ্গলবার পর্যন্ত কনোরা উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৪। উপজেলায় কভিড-১৯ পজেটিভের সংখ্যা গতকাল(১৬জুন) পর্যন্ত ২৯জন। এর মধ্যে সুস্থ্য ১৬জন এবং ১৩জনকে হোমকোয়াইন্টেনে রেখে নিয়মিত চিকিৎসা প্রদান করছেন মেডিকেলে টিমের সদস্যরা।
Leave a Reply