নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলায় নতুন করে আরও ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৯৭৮ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এবং আজ জেলায় করোনা আক্রান্ত ১০ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। এতে করে জেলায় মোট ১৫৮ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করেছেন। যাতে করে এ জেলায় ১৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। সোমবার (১৫ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আক্রান্তদের মধ্যে মেহেন্দীগঞ্জ উপজেলার ৩ জন, হিজলা, আগৈলঝাড়া ও বানারীপাড়া প্রত্যেক উপজেলার ১ জন করে ৩ জন, বাবুগঞ্জ উপজেলার ১ জন, নগরীর কাউনিয়া, নথুল্লাবাদ, সাগরদি, হসপিটাল রোড প্রত্যেক এলাকার ২ জন করে ৮ জন, গোড়াচাঁদ দাস রোড, কলেজ এভিনিউ, আরশেদ আলী খান সড়ক, মুসলিম গোরস্থান রোড, প্যারারা রোড, কালুশাহ সড়ক, সদর রোড, বগুড়া রোড, কাজীপাড়া, কাশিপুর, স্ব-রোড, নতুন বাজার, আমতলা, শের-ই-বাংলা সড়ক প্রত্যেক এলাকার ১ জন করে ১৪ জন, র্যাব-৮ এ কর্মরত ৩ জন, ১ জন সরকারি কর্মকর্তা, সদর উপজেলাধীন শায়েস্তাবাদ এলাকার ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ জন সদস্য, রেঞ্জ পুলিশের ২ জন সদস্য, বাকেরগঞ্জ ও বাবুগঞ্জে কর্মরত ২ জন পুলিশ সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ৩ জন নার্স, ২ জন স্টাফ, সদর জেনারেল হাসপাতালে কর্মরত ১ জন চিকিৎসক, ১ জন নার্স। বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৫৪ জন ও মৃত ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply