হেন্দিগঞ্জের আলীমাবাদ ইউনিয়নে অংশীদারিত্বের নাম করে বেআইনীভাবে বনবিভাগের গাছ কাটার অভিযোগ শাহাব উদ্দীন সিকদার’র নেতৃত্বে ৭/৮জনের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, আলীমাবাদ ইউনিয়নের সেলিমাবাদ বটতলা ব্রিজ সংলগ্ন এলাকায় বনবিভাগ স্থানীয়দের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের রাস্তায় উপকুলীয় সবুজ বেষ্টনী প্রকল্পে গজারি, সেগুনসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে। ওই সড়কের দুই পাশ থেকে গত ২/৩দিন আগে প্রায় লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়ে যায় স্থানীয় প্রভাবশালী নেতা শাহাব উদ্দীন সিকদার’র নেতৃত্বে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মেহগনি গাছসহ বিভিন্ন প্রজাতীর ১০/১৫টি গাছ কেটে নিলেও স্থানে গোড়া পড়ে রয়েছে। এই ব্যাপারে অভিযুক্ত শাহাব উদ্দীন সিকদার বলেন, আমি ওই প্রকল্পের উপকারভোগী। গাছগুলো তিনি একা কাটেননি, তার সাথে ছিলেন, করিম মোল্লা, জগলু মোল্লা, সাইফুলসহ ৭/৮জনে। তিনি আরো বলেন গাছগুলো কেটে তারা স্থানীয় একটি সড়ক ও মসজিদ রক্ষায় খালের পাইলিং করেছেন। এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় চেয়ারম্যান’র অনুমতি না নিলেও উপজেলা বন-বিভাগের মৌখিক অনুমতি নেওয়ার কথা বলেন অভিযুক্তরা। তবে উপজেলা বন-বিভাগের কর্মকর্তা সাংবাদিকদের মুঠোফোনে জানান তিনি গাছ কাটার বিষয়ে তাদের কোন প্রকার অনুমতি দেন নি। উপকারভোগীরা পাল্টা অভিযোগ করে বলেন বনবিভাগের গাফলতিতে সড়কে বিভিন্ন সময়ে ঝড়ে পড়া প্রায় ৪/৫লাখ টাকার গাছ নষ্ট হয়ে গেছে কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি।
Leave a Reply