মঠবাড়িয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা সংক্রমণরোধে যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করায় ইউপি সদস্যসহ ১৯জনকে অর্থদন্ডাদেশ দিয়ে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় মঠবাড়িয়া পৌরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভৌমিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদন্ডাাদেশ দেন। এতে তুষখালী ইউপির ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলাম দুলালকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ও নিয়ম না মেনে দোকান খোলা রাখা, মোটরসাইকেল,অটো চালক এবং আরোহীদের মাস্ক ব্যবহার না করা, পরিবহন কাউন্টারসহ ১৯জনকে ২১টি মামলায় ১৯ হাজার ৮০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভোমিক বলেন, দন্ডিতরা করোনাকালে স্বাস্থ্যবিধি না মানাও মাস্ক ব্যবহার না করাসহ নিয়ম ভেঙ্গে দোকান ও পরিবহন কাউন্টার খোলা রাখায় এ দন্ডাদেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, করোনা সংক্রমণ রোধে এ অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply