নিজস্ব প্রতিবেদক ॥ খানসন্স গ্রুপের অলিম্পিক সিমেন্ট কোম্পানীর অবৈধ শ্রমিক ছাটাই বন্ধ ও ছাটাইকৃত শ্রমিকদের বকেয়া পরিশোধ এবং একই গ্রুপের সোঁনারগাও টেক্সটাইল মিলের শ্রমিকদের বকেয়া পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অলিম্পিক সিমেন্ট কোম্পানীর ছাটাইকৃত শ্রমিকবৃন্দ ও সোনারগাঁও টেক্সটাইলস শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের ব্যানারে বুধবার (১৭ জুন) সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বৃস্টি উপেক্ষা করে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোনারগাঁও টেক্সটাইলস শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সংগঠক নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সোনারগাঁও টেক্সটাইলস শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সংগঠক হারুন শরীফ, অলিম্পিক সিমেন্টের শাহ্ আরজুমান ও খাদিজা বেগম এবং জেলা বাসদ আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। সমাবেশে ডা. মনিষা চক্রবর্তী বলেন, শ্রমিক-কর্মচারীদের ২ মাসের বেতন বকেয়া রেখে সোনারগাঁও টেক্সটাইল বন্ধ করে দেয়া হয়েছে। এতে শ্রমিক-কর্মচারীরা বিপাকে পড়েছেন। এছাড়া একই গ্রুপের অলিম্পিক সিমেন্ট কোম্পানীর দেড়শ’ শ্রমিককে কোন পূর্ব ঘোষনা ছাড়াই বেতন বকেয়া রেখে ছাটাই করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মনিষা চক্রবর্তী। সমাবেশে অবৈধ ছাটাই বন্ধ ও বন্ধ কারখানা চালু সহ শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবী জানান বক্তারা।
Leave a Reply