ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মোঃ সবুর খান (৫২) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৭টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। সবুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ইন্দ্রপাশা গ্রামের আব্দুল গনি খানের পুত্র ও বাগড়ি বাজার এলাকার পান দোকানদার। মেডিকেল সূত্রে জানাগেছে, করোনা সন্দেহে গত ১০ জুন সবুরের নমুনা সংগ্রহ করে টেষ্টের জন্য পাঠানো হয়। ১১ জুন সবুর মেডিকেলে ভর্তি হয়। ১৫ জুন তার টেষ্টের রিপোর্ট করোনা নেগেটিভ আসে। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হলে যক্ষা সন্দেহে নমুনা সংগ্রহ করে টেস্টে পাঠালে বুধবার যক্ষার রিপোর্ট পজেটিভ আসে। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, সবুর দীর্ঘদিন করোনা উপসর্গ (জ্বর, সাদির্, কাশি) নিয়ে বাড়িতে অসুস্থ্য ছিল। গত ১১ জুন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। সেখানে চিকিৎসা অবস্থায় তার মৃত্যু হয়। এলাকায় সবার মধ্যে করোনা আতংক বিরাজ করছে। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহজাবীন আহম্মেদ জানান, সবুরের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। পরে যক্ষা রোগের নমুনা সংগ্রহ করে টেস্টে পাঠালে যক্ষার রিপোর্ট পজেটিভ আসে। যক্ষা রোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।
Leave a Reply