বরগুনা প্রতিবেদক ॥ দ্বীপজেলা বরগুনার বলেশ্বর নদীর সুন্দরবন সংলগ্ন মাঝেরচর এলাকায় জলদস্যুদের অস্ত্র তৈরির কারখানা খুঁজে পেয়োছে কোস্টগার্ড। বুধবার রাতে ওই কারখানায় অভিযান চালিয়ে পাইপগান, গুলি, রামদাসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে কেস্টগার্ডের পাথরঘাটা দক্ষিণ স্টেশনের সদস্যরা। দক্ষিণ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মেহেদি হাসান তথ্য নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলেশ্বর নদীর একটি চরে অভিযান চালিয়ে বিপুল সরঞ্জামাদি উদ্ধার করেছেন তারা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, বলেশ্বর নদীর চরের জঙ্গলের মধ্যে অস্ত্র তৈরির কারখানা ছিলো। যেটা অভিযানের শেষে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি পাইপগান, দুই রাউন্ড গুলি, রামদা একটি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি। তিনি জানান, জলদস্যুদের কাছ থেকে অর্ডার নিয়ে এ আস্তানাটিতে একটি চক্র অস্ত্র তৈরি করে আসছিল। চক্রটি এই মাঝেরচরে বসেই অস্ত্র বানাচ্ছিল। যা গোয়েন্দা তৎপরতার কারণে আমরা জানতে পারি। এ ঘটনায় মামলা দায়ের করেছে কোস্টগার্ড।
Leave a Reply