নিজস্ব প্রতিবেদক ॥ পানিসম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পদ থেকে অব্যাহতি পাওয়ার সংবাদ প্রকাশের পরদিনই হাদিস মীরকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার কাউনিয়া থানা পুলিশ পশ্চিম কাউনিয়া হাওলাদার বাড়ি সড়কের বাসা থেকে তাকে নিয়ে যায়। ১ জুন থেকে ব্যাক্তিগত কর্মকর্তার পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত কার্যকর করা হলেও গত ১৬ জুন বিষয়টি জানানো হয় গণমাধ্যমকে। তা প্রকাশ হওয়ার পরদিনই হঠাৎ করে তৎপর হয়ে ওঠে কাউনিয়া থানা পুলিশ। অথচ এর আগে হাদিস মীরের বিরুদ্ধে থানায় অভিযোগ হলেও চুপচাপ ছিল পুলিশ। ওই সময়ে কেন চুপ ছিল সে প্রশ্নের কোন জবাব দেয়নি থানা পুলিশ। যদিও হাদিস মীর হঠাৎ জিরোতে নেমে আসার বিষয়টি জানতে পেরে বুধবার তাকে আটক করল পুলিশ। কিন্তু কী কারণে তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। কাউনিয়া থানার ওসি জানিয়েছেন, প্রাথমিকভাবে হাদিস মীরকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। হাদিস মীর সাম্প্রতিকালে অবৈধভাবে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। তার বিরুদ্ধে টিআর কাবিখা আত্মসাতের অভিযোগ রয়েছে। সর্বশেষ সাপানিয়ায় জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে মারধর করে হাসপাতালে পাঠায় এবং উল্টো মামলা দিয়ে তাদের গ্রেপ্তার করিয়ে কারাগারে প্রেরণ করায় তিনি। ধারণা করা হচ্ছে, হাদিস মীরের লাগাম টানতে তৎপর হয়েছে পুলিশ।
Leave a Reply