নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলায় নতুন করে ৬০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ১০৫৭ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৮ জন ব্যক্তি সুস্থ্য হয়েছেন। আজ জেলায় করোনা আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করেছেন। যাতে করে জেলায় ১৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। বুধবার (১ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩ জন পুলিশ সদস্যসহ মেহেন্দীগঞ্জ উপজেলার ৪ জন, বাবুগঞ্জ উপজেলার ১ জন, উজিরপুর উপজেলায় ১ জন পুলিশ সদস্য, উজিরপুর উপজেলার ২ জন, গৌরনদী, বানারীপাড়া ও বাকেরগঞ্জ প্রত্যেক উপজেলার ১ জন করে ৩ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত বগুড়া রোড এলাকার ৩ জন, ভাটিখানা, বাংলাবাজার, বটতলা প্রত্যেক এলাকার ২ জন করে ৬ জন, নবগ্রাম রোড, সাগরদি, সদর রোড, রুপাতলি, কাউনিয়া, সিএন্ডবি, বজলু কমিশনার গলি, আলেকান্দা, কাশিপুর, ফজলুল হক এভিনিউ, করিম কুটির প্রত্যেক এলাকার ১ জন করে ১১ জন, র্যাব-৮ এ কর্মরত ৪ জন, বিভিন্ন ব্যাংকে কর্মরত ৬ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৫ জন সদস্য, জেলা পুলিশের ১ জন, আরআরএফে কর্মরত ২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ৬ জন নার্স, ৪ জন স্টাফ ও ১ জন মেডিকেল টেকনোলজিস্ট। বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৬০ জন ও মৃত ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply