বাউফল প্রতিবেদক ॥ পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের ভড়িপাশা খেয়াঘাট থেকে তালতলী বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। সড়কেটি সংস্কারের অভাবে দীর্ঘ বছর ধরে যানবহন ও জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে ওঠেছে। সড়কটি দিয়ে কেশবপুর ইউনিয়নের মমিনপুর, বাজেমহল, তালতলী ও ভরিপাশা গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন নুরাইনপুর বন্দর ও উপজেলা সদরের যাতায়াত করে। বর্তমানে সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা।
এলাকাবাসী জানায়, কয়েক বছর ধরে তারা নিজেরা এলাকার লোকদের কাছ থেকে টাকা উঠিয়ে সড়কটি মেরামত করলেও এ বছর সড়কের অবস্থা আরও বেশি খারাপ হয়েছে। পায়ে হেঁটে যাতায়ত করাও কষ্টকর হয়ে পড়েছে। এ ব্যাপারে কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মহিউদ্দিন আহম্মেদ লাভলু বরিশালটাইমসকে বলেন, ‘সড়কটি নির্মাণের জন্য এলজিইডির ক্ষুদ্রকার প্রকল্পের আওতায় একটি স্কিম অনেক আগেই জমা দেওয়া হয়েছে। তা অনুমোদন হলেই কাজ শুরু করা হবে।’
Leave a Reply