নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগে নতুন করে ৮৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বিভাগে করোনায় সংক্রমিত হলেন ১ হাজার ৮৭৮ জন। শুক্রবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে। এদিকে বরিশাল নগরের ৩০ ওয়ার্ডের মধ্যে ২৭টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে দুটি ওয়ার্ডকে লকডাউন করার সিদ্ধান্ত হয়েছে। তবে কবে নাগাদ তা শুরু হবে তা নির্ধারণ হয়নি।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নতুন সংক্রমিত হিসেবে শনাক্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল জেলায় ৩৩ জন, পটুয়াখালী জেলায় ২৩ জন, ভোলায় ১৭, বরগুনায় একজন, ঝালকাঠি জেলায় ১০ জন রয়েছেন। এ নিয়ে বরিশালে মোট সংক্রমিত ১ হাজার ৯০ জন, পটুয়াখালীতে সংক্রমিত ২২২ জন, ভোলায় ১৭৬ জন, বরগুনায় ১৪৬ জন, পিরোজপুরে ১৩৩ জন এবং ঝালকাঠি জেলায় সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়াল ১১১ জন। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৯৩ জন। ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় সংক্রমিত ৩৩ জনের মধ্যে ২৮ জনই নগরের বাসিন্দা। এ ছাড়া জেলায় মোট শনাক্ত ১ হাজার ৯০ জনের মধ্যে তবে ৮৪৬ জনই নগর এলাকার। সংক্রমণের হার বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল নগরের ৩০ ওয়ার্ডের মধ্যে ২৭ টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে। এসব এলাকায় লকডাউন কার্যকরসহ সার্বিক বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সভাপতিত্বে জরুরি সভা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই সভায় সর্বসম্মতিক্রমে প্রথম ধাপে নগরীর ১২ ও ২৪ নম্বর ওয়ার্ডকে পুরোপুরি লকডাউনের সিদ্ধান্ত হয়। তবে কবে নাগাদ এই লকডাউন কার্যকর হবে তা নির্দিষ্ট করা হয়নি। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ ম-ল বলেন, বরিশাল বিভাগে সংক্রমণের হার জুনে এতটা বেড়েছে যে, সেটা সবাইকে গভীর উদ্বেগে ফেলেছে। রেড জোনগুলোতে লকডাউন করার বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ পাওয়ার পরই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
Leave a Reply