নিজস্ব প্রতিবেদক ॥ গত ১৭ই জুন বুধবার করোনায় আক্রান্ত হয়ে দেশের বিশিষ্টজনদের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে বিশেষ সাময়িকি প্রকাশ করেছে জাতীয় দৈনিক প্রথম আলো। যেখানে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মন্ত্রী মর্যাদায় আহ্বায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ এবং বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লার মাতা, বিশিস্ট রাজনীতিবীদ, মুক্তিযোদ্ধা মরহুমা সাহান আরা বেগমের নাম এবং ছবি অর্ন্তভুক্ত করা হয়েছে। এজন্য প্রতিবাদ জানিয়েছেন তার পরিবার। এক বিবৃতিতে তারা জানান, সাহান আরা বেগম গত ৫ জুন আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি ৭ জুন ইন্তেকাল করেন। যা হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকিটে সুস্পষ্ট উল্লেখ রয়েছে। কিন্তু প্রথম আলো পত্রিকা কোন প্রকার তথ্য যাচাই না করে সাহান আরা বেগমকে করোনা আক্রান্তদের তালিকায় স্থান দিয়ে সচিত্র সাময়িকি প্রকাশ করে। এটি মরহুমা সাহান আরা বেগমকে অসন্মান এবং তার পুরো পরিবারকে সামাজিকভাবে হেয় করার একটি প্রক্রিয়া বলে মনে করছেন তারা। তাই প্রকাশিত সংবাদটি থেকে মরহুমা সাহানআরা বেগমের নাম প্রত্যাহারপূর্বক সংশোধনী প্রকাশের জন্য সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মরহুমা সাহান আরা বেগমের স্বজনরা।
Leave a Reply