গৌরনদী প্রতিনিধি ॥ সরকারি স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালত কর্তৃক গতকাল রোববার দুপুরে বরিশালের গৌরনদীতে ৭জন পথচারী ও ১টি দোকান মালিক জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক ও বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সুজা’র নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।
জানাগেছে, বিশ্বব্যাপী মানব দেহে বিস্তার লাভকারী গুপ্ত ঘাতক করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণ জমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সরকার দেশব্যাপী যে নির্দেশনা জারি করেছেন বরিশালের গৌরনদীতে অনেকেই তা সঠিকভাবে মেনে চলছেন না। এমনি অবস্থায় বরিশাল জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমানের নির্দেশে গতকাল রোববার দুপুর ২টার পরে উপজেলা সদরের গৌরনদী বাসস্ট্যান্ড ও টরকী বন্দরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি স্বাস্থ্য বিধি না মানায় ৭জন পথচারী ও ১টি কাপড়ের দোকান মালিককে ৩ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়। একই সময় পাশাপাশি ভ্রাম্যমান আদালত কর্তৃক বাজারে আগত সাধারণ ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরীতে স্বাস্থ্যবিধি আইনের ব্যাপক প্রচারনা চালানো হয়। পাশাপাশি জনসাধারনের মধ্যে বিনামুল্যে মাস্ক বিতরণ করা হয়।
অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সুজা সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসের সংক্রমন থেকে সাধারন মানুষকে সুরক্ষা প্রদানের লক্ষে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
Leave a Reply