নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ১৮৩ জন সদস্য মহামারি করোনায় আক্রান্ত হয়ছেন । এর মধ্যে ৭৬ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছে যার মধ্যে ৩৪ জন আজ বুধবার (২৪ জুন) কর্মস্থলে যোগদান করেছেন। জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এরা করোনা আক্রান্ত হয়েছেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এক এএসআই ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ গর্বিত সদস্য করোনাযুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জীবন উৎসর্গ করেছেন। তাদের মৃত্যুতে সহকর্মী হারানোর শোককে শক্তিতে পরিণত করে মানব সেবার দৃপ্ত শপথ বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। সারা দেশে মাঠ পর্যায়ের প্রধান অগ্রসেনানী পুলিশের করোনা যুদ্ধে অনেক ঘাত-প্রতিঘাত মোকাবেলা করতে হচ্ছে। তবুও একবিন্দু দমে না গিয়ে শক্ত মনোবল আর পূর্ণ উদ্যমে এগিয়ে চলছে তারা। পুলিশ সর্বদাই জনগণের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে বলেও উল্লেখ করা হয়।
Leave a Reply