ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে দুই চোর। স্থানীয় সাধনার মোড় থেকে বুধবার রাতে একটি অটোরিকশা নিয়ে পালানোর প্রাক্কালে জহিরুল ইসলাম (২৪) ও জিয়া জোমাদ্দার (২৬) নামের ওই দুই চোরকে ধরে ফেলে। পরে তাদের একচোট দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এসময় ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার, ৮ খান গামছা, চেতনানাশক ট্যাবলেট ও কিছু জুস উদ্ধার করেছে পুলিশ। ওই রাতেই শহরের ষ্টেশন রোডের অটোরিক্সা ও গ্যারেজ মালিক মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে আটক ২ জনসহ তার সহযোগীদের নামে ঝালকাঠি থানায় একটি মামলা করেছেন। ঝালকাঠি অটোরিক্সা মালিক ও চালক সমিতির অভিযোগ এই চক্রটি ইতিপূর্বে ঝালকাঠি থেকে প্রায় ২৫টি অটোরিক্সা চুরি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি শহরের ষ্টেশন রোড এলাকার মঞ্জুরুল ইসলামের মালিকানাধীন বেটারিচালিত একটি অটোরিক্সা গত বুধবার সকাল ১১টায় সাধনার মোড় থেকে কৌশল করে চুরি করে নেয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে ধাওয়া করে ও ঝালকাঠি থানা পুলিশে খবর দেয়। একপর্যায়ে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক সড়কের শ্রীরামপুর এলাকা থেকে প্রতারক চক্রের এই দুজনকে জনতা ও পুলিশ আটক করতে সক্ষম হয়। থানা পুলিশ এ দুজনকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে তাদের গাড়ি ছিনতাই কাজে ব্যবহৃত একটি মূল্যবান প্রাইভেট কার উদ্ধার করে।
এসময় তল্লাশী করে গাড়ির মধ্য থেকে ৮ খানা গামছা, চেতনানাশক ট্যাবলেট ও কিছু জুস উদ্ধার করা হয়। গ্রেপ্তার ২ জনের মধ্যে জহিরুল ইসলাম বরগুনা জেলার তালতলী এলাকার চরপাতা গ্রামের জাকির হোসেনের পুত্র এবং জিয়া জোমাদ্দার একই জেলার তালতলী উপজেলার বেতিপাড়া গ্রামের মৃত জব্বার জোমাদ্দারের পুত্র। এ ব্যাপারে অটোরিক্সা ও গ্যারেজ মালিক মঞ্জুরুল ইসলাম জানায়, গত ৯ জুন এ অটোরিক্সা ছিনতাইকারী চক্রের সদস্যরা অভিনব কৌশলে তার একটি বেটারিচালিত অটোরিক্সা চুরি করে। চোর চক্রটি প্রথমে অটোরিক্সায় কিছু মালামাল তুলে বিভিন্ন এলাকায় ভাড়ার কথা বলে নিয়ে যায়। সেখানে পূর্ব থেকেই গাড়ি নিয়ে অপেক্ষমান চক্রের অন্য সদস্যরা নির্দিষ্ট স্থানে অটো পৌঁছার পর ডিবি পুলিশ পরিচয় দিয়ে অটো চালককে তাদের গাড়িতে তুলে নেয়। গাড়িতে তুলে হাত-পা বেঁধে মারধর করে ও জোর করে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে চালককে রাস্তার পাশে কোন ফাঁকা জায়গায় ফেলে রেখে চলে যায়। ছিনতাইকারী চক্রের শিকার হওয়া ঝালকাঠির অটো চালক মো. জাহিদ হোসেন বরিশালটাইমসকে জানান, একমাস পূর্বে গত ২৭ মে এ ছিনতাইকারী চক্রের কয়েক সদস্য নবগ্রাম সড়ক থেকে তার অটোরিক্সা ভাড়া করে এবং ঝালকাঠির ব্র্যাক মোড় পূর্ব অংশে পৌঁছলে একটি সাদা প্রাইভেটকার নিয়ে পূর্ব থেকেই অপেক্ষয় থাকা এই চক্রের দুই সদস্য তার অটোরিক্সা থামায়। এরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার হাতে হ্যান্ডক্যাপ লাগিয়ে গাড়িতে তুলে নেয় এবং তাদের একজন অটোরিক্সাটি চালিয়ে নেয়। পরবর্তীতে তাকে গাড়ির মধ্যে অজ্ঞান করে বরিশালের কাশিপুর এলাকায় রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যাওয়ার পর স্থানীয় পথচারীরা পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে তিনদিন পর সে সুস্থ হয়। ঝালকাঠি থানায় দুই অটোরিক্সা চোরকে গ্রেপ্তারের খবর পেয়ে জাহিদ হোসেন বৃহস্পতিবার বিকালে থানায় আসে এবং কীভাবে এরা তার অটোটি চুরি করে তার বর্ণনা দেয়। এসময় সে উদ্ধার প্রাইভেটকারটি শনাক্ত করলেও গাড়ির নম্বর প্লেট পরিবর্তন করা হয়েছে বলে সে পুলিশকে জানায়। পুলিশের ধারণা এই চক্রের অপকর্মে ব্যবহৃত প্রাইভেট কারটি চোরাই গাড়ি হতে পারে।’
Leave a Reply