নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের হিজলার মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। উপজেলার হরিনাথপুর ইউনিয়ন থেকে নিজস্ব ইঞ্জিনবাহী ট্রলারে করে ছয়গাও থেকে বিশকাঠালী যাওয়ার সময় মেঘনার নাছকাঠি নামক স্থানে প্রবলস্রোত ঢেউয়ের মুখে পড়ে ১১ জন যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় শিশুসহ ২ যাত্রী নিখোঁজ রয়েছে। গতকাল রাত বুধবার ৮ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। সূত্র জানায়- হরিনাথপুর থেকে ট্রলারে করে ছয়গাও থেকে বিশকাঠালী যাওয়ার সময় মেঘনায় প্রবলস্রোত ঢেউয়ের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়। এসময় যাত্রীদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে নদী থেকে ৯ যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়। এসময় অপর যাত্রী শাহিদা বেগম (৫০) ও শিশু যাত্রী সাইমুন (৪) নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে হিজলা নিখোঁজ যাত্রীদের স্বজন, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য নিখোঁজ যাত্রীদের উদ্ধারের জন্য নদীতে সন্ধান চালিয়ে যাচ্ছে। এব্যাপারে হিজলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে নৌ পুলিশের এসআই তাপস ও এএসআই মামুনসহ ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশী চালিয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিখোঁজ যাত্রীদের সন্ধান পায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লøাশী অভিযান অব্যাহত রেখেছে।
Leave a Reply